ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ নারীসহ আটক ৫

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
কেরানীগঞ্জে ফেনসিডিলসহ নারীসহ আটক ৫

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

রোববার (৪ আগস্ট) দুপুরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাসান (৪২), কামরুল ইসলাম (৪৯), বিল্লাল হোসেন (৩৮), ছানোয়ার হোসেন (৩৫) ও খায়রুন নেছা (৪৫) ।

 

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরের দিকে বংশাল এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ওই পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ২০০ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।