রোববার (৪ আগস্ট) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ওই মাদক বিক্রেতা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র্যাব- ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১১শ ইয়াবাসহ আটক করেন। এ ঘটনায় ওই দিন রাতে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাণ্ডারিয়া থানায় নুহুকে আসামি করে একটি মামলা দায়ের করে।
আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দেন।
সরকার পক্ষে পিপি খান আলাউদ্দিন ও আসামি পক্ষে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল এ মামলা পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ