ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় লক্ষ্মী রায় (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) দুপুরে জেলা শহরের বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মী রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দোলুয়া এলাকার পাহাড়ীয়া রায়ের ছেলে।

 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

যোগাযোগ করলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) গোলাম মর্তুজা বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন লক্ষ্মী রায়। পথে ওই কাউন্টারের সামনে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।