রোববার (৪ আগস্ট) রাজধানীর কাফরুলে জামিউল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এসময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাহায্য চেয়ে আতিক বলেন, ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ।
মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্য করে আতিক আরও বলেন, আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন নিয়ে আছেন আপনাদের মন পরিষ্কার। আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে ঢাকা থেকে এডিস মশা দূর করতে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী ও অত্র এলাকার সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, উন্নয়নের মহাসড়কের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। এমন একটি দেশে পরিষ্কার-পরিছন্নতা নিয়ে জনগণকে সচেতন হতে হবে। সবকিছু আল্লাহর গজব বলে চালিয়ে দেওয়া ঠিক না। আমাদের চারপাশ আমাদের পরিষ্কার রাখতে হবে।
সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্নয়ক আবুল কালাম আজাদ বলেন, এডিস মশা আমাদের শত্রু। তাই শত্রুকে চিনতে হবে, জানতে হবে। তাহলেই যুদ্ধের কৌশল বোঝা যাবে। ডেঙ্গুর সময় শুধু প্যারাসিটামল ওষুধ খাওয়া যাবে ও প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। দ্বীনের দাওয়াত যেভাবে আমরা সবাইকে দেই সেভাবে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাদের কথা সবাই শুনে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ঢাকা জেলার জেলা প্রশাসক সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। আর এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার নোমানী।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচএস/এএ