ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু রোগে আরও একজনের মৃত্যু ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু রোগে আরও একজনের মৃত্যু ঢামেকে

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপালি আক্তার (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে ঢামেকের পুরনো ভবনের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) দীপালির মৃত্যু হয়। ঢাকার দোহারের এ বাসিন্দা গত ১ আগস্ট জ্বর নিয়ে ঢামেকে ভর্তি হযেছিলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, দীপালিকে নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ জন হয়েছে। দীপালির ডেঙ্গুর পাশাপাশি অন্য রোগও ছিল।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।