রোববার (৪ আগস্ট) বিকেলে ঢামেকের পুরনো ভবনের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) দীপালির মৃত্যু হয়। ঢাকার দোহারের এ বাসিন্দা গত ১ আগস্ট জ্বর নিয়ে ঢামেকে ভর্তি হযেছিলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, দীপালিকে নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ জন হয়েছে। দীপালির ডেঙ্গুর পাশাপাশি অন্য রোগও ছিল।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এজেডএস/এইচএ/