রোববার (০৪ আগস্ট) অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি মাহিদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল রাজধানীর পল্লবী এলাকা থেকে মাহাদী হাসানকে আটক করেছে।
মাহাদী এর আগে গ্রেফতার হওয়া আবু সালেহ মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে মিলে বিটকয়েন সংগ্রহের চেষ্টা করছিল। বিটকয়েনের মাধ্যমে তাদের সংগঠনের জন্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরণ ক্রয়ের পরিকল্পনা করছিল।
সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ ও জিহাদি বই ক্রয়, বিতরণ, সদস্যদের অন্যান্য খরচ, অনলাইনে জঙ্গি এবং জিহাদি প্রচারণার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতো মাহাদী।
গ্রেফতার হওয়া জঙ্গি জাকারিয়া দেশীয় অস্ত্র ক্রয়ের জন্য মাহাদীকে একাধিকবার অর্থ পাঠিয়েছেন। মাহাদী ও তার সহযোগীরা এরইমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র সংগ্রহ করেছিলেন।
আটক মাহাদী হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
পিএম/জেডএস