ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না

ঝিনাইদহ: ধান-চাল সংগ্রহে কোনো অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যেসব স্থানে অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেখানে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (০৪ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর খাদ্য গুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তালিকাভুক্ত কৃষক খাদ্যগুদামে ধান দিতে পারছেন না- এমন সংবাদ যেখানেই পাচ্ছি সেখানেই লোক পাঠাচ্ছি।

শুধু তাই না, মন্ত্রণালয় ও অধিদপ্তর মিলে ২০টি টিম এ বিষয়ে মনিটরিংয়ে রয়েছে। তারা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করছে। অন্যান্য বারের চেয়ে এ বছর ধান ও চাল সংগ্রহে অনেক সুষ্ঠুভাবে হয়েছে।
 
পরিদর্শনকালে, খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আবদুল আজিজ মোল্লা, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মহসীন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডেভােকট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলােদশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।