রোববার (০৪ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর খাদ্য গুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তালিকাভুক্ত কৃষক খাদ্যগুদামে ধান দিতে পারছেন না- এমন সংবাদ যেখানেই পাচ্ছি সেখানেই লোক পাঠাচ্ছি।
পরিদর্শনকালে, খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আবদুল আজিজ মোল্লা, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মহসীন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডেভােকট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলােদশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএইচ