সিইসির ব্যক্তিগত সহকারী একেএম মাজহারুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোববার (৪ আগস্ট) বিকেল ৩টা ৮ মিনিটে সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন কেএম নুরুল হুদা।
এ সফর সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা অফিস আদেশে বলা হয়েছে, সহজে হজ কাজ সম্পন্ন করার জন্য হজ ডেলিগেশন টিমের সদস্য হিসেবে সিইসি সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা দেবেন।
সিইসির সঙ্গে তার সহধর্মিনী হোসনে আরাও রয়েছেন। সিইসির ব্যয় বহন করছে ধর্ম মন্ত্রণালয় ও তার স্ত্রীর ভ্রমণব্যয় তিনি নিজেই বহন করবেন।
সৌদি সফরকালে সিইসি রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের নিয়ে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বৈঠকও করবেন।
আগামী ২১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
ইইউডি/একে