ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: মমেকে ২৪ ঘণ্টায় ভর্তি আরও ৫৭ রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু: মমেকে ২৪ ঘণ্টায় ভর্তি আরও ৫৭ রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জন রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে। 

রোববার (৪ আগস্ট) রাতে মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি মো. শামসুজ্জামান সেলিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২১ জন।

রোববার (৪ আগস্ট) পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ জন ও নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। হাসপাতালে ২১৩ জন জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।

ডা. এ বি মো. শামসুজ্জামান সেলিম বলেন, রোগীদের প্যারাসিটামল ও তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালের বেডে তাদের জন্য মশারি টানিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

হাসপাতাল উপ-পরিচালকের দাবি, ময়মনসিংহে এখনো কেউ ডেঙ্গু আক্রান্ত হননি। রোগীরা সবাই ঢাকা থেকে এসে ভর্তি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।