ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মশা মারার ওষুধ কার্যকর ও ক্ষতিকর কি-না দেখবে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
মশা মারার ওষুধ কার্যকর ও ক্ষতিকর কি-না দেখবে কমিটি মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে। ফাইল ফটো

ঢাকা: বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় মশকনিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক (লার্ভিসাইড ও এডাল্টিসাইড) প্রয়োগের আগে এর কার্যকারিতা ও তা মানবদেহ বা পরিবেশের জন্য ক্ষতিকর কি-না, তা নিশ্চিত করতে একটি কারিগরি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন) আহ্বায়ক করে কমিটিতে দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের প্রধান রসায়নবিদ, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর টেকনিক্যাল অ্যাডভাইজার ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি রাখা হয়েছে।

ঢাকা মশক নিবারণী দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটি প্রয়োজনে নতুস সদস্য নির্বাচিত করতে পারবে।

কমিটির সদস্যরা মশকনিধনের জন্য উপযুক্ত কীটনাশক নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগতমান নিশ্চিতে কাজ করবেন।

লার্ভিসাইড ও এডাল্টিসাইড মানবদেহ, অন্য কীটপতঙ্গ, মাছ, জলজপ্রাণীসহ সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।