জানা যায়, পঞ্চগড়ের পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩৭ জনের কাছ থেকে হজে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকার ওয়াছেদ আলী নামে এক মোয়াল্লেম। তাদের কাছ থেকে দুই থেকে চার লাখ টাকা নিয়ে প্রাক-নিবন্ধনও করা হয়।
এক ভুক্তভোগী বলেন, হজে যাওয়ার জন্য ওয়াছেদ আলীকে টাকা দেওয়ার পর তিনি আমাদের ফ্লাইট ছাড়ার তারিখ জানান। কিছুদিন পর জানতে পারি, আমাদের ফ্লাইটের তারিখ নাকি পরিবর্তন হয়েছে। পরে ঢাকায় গিয়ে জানতে পারি, আমাদের নামে কোনো টাকাই জমা হয়নি। সবাই একাধিকবার ওয়াছেদের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হই। বাড়িতে গিয়েও তাকে না পেয়ে সবাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করি।
জানা যায়, ৩৭ জনের কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে সানফ্লাওয়ার এয়ার লিংকার্স ও এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডসহ বিভিন্ন এজেন্সির নামে নিবন্ধন দেখানো হয়।
অভিযুক্ত ওয়াছেদ আলীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী ৩৭ জনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাদের হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন হলেও মূল নিবন্ধন বাকি থাকায় সরকারিভাবে সহযোগিতা করার সুযোগ নেই। তবে, তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
একে