ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনি মিয়া (২৬) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদরের চরপুলিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজ বলেন, মাদকবিক্রেতা ও ছিনতাইকারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে মাদকবিক্রেতারা পালিয়ে যায়।  

পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ডিবির দুই সদস্য আকরাম হোসেন ও মতিউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

নিহত ওই মাদকবিক্রেতার বিরুদ্ধে এগারোটির মতো মামলা রয়েছে বলে জানান শাহ কামাল আকন্দ।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএএএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।