ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নেছারাবাদ থেকে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
নেছারাবাদ থেকে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ উদ্ধার হওয়া জাল।

বরিশাল: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা থেকে ৫ লাখ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

এ ঘটনায় জড়িত স্বপন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে জালসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। আটক স্বপনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

রোববার (৪ জুলাই) দিনগত রাতে র‌্যাব-৮ এর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানাধীন মিয়ার হাট বাজারের স্বপন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ব্যবসায়ী স্বপনকে আটক করা হয় ও দোকানের ভেতর থেকে ১৫-১৬টি প্লাস্টিকের বস্তায় পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।