ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র-গুলিসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বেনাপোলে অস্ত্র-গুলিসহ নারী আটক

বেনাপোল (যশোর): বেনাপোলের বরপোতা গ্রাম থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা বেগন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) দিনগত রাত ৮টায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে। আটক রেহেনা বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি, শিবনাথপুর বারপোতা গ্রামে এক বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনাকে আটক করা হয়। তবে এ সময় অস্ত্রের মূল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক আসামির নামে অস্ত্র ও মাদক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।