ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৫ আগস্ট) ভোরে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি ধারালো কিরিচ এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহত দু’জন হলেন, টেকনাফ নয়াবাজার সাতঘরিয়াপাড়ার মৃত জলিল আহম্মদের ছেলে দেলেয়ার হোসেন দিলু (৩০) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ জি-ব্লকের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বাংলানিউজকে জানান, হ্নীলার মৌলভীবাজার গ্রামের ২ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওইস্থানে অবস্থান নেয়। রাত প্রায় সাড়ে তিনটার দিকে নাফনদী পার হয়ে কয়েকজন লোক এপাড়ে এসে টেকনাফের কিছু ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে মিলিত হয় এবং ইয়াবা হস্তান্তর করা চেষ্টা চালায়।

তিনি জানান, বিজিবি সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে তাদের দিকে যেতেই ইয়াবা ব্যবসায়ীরা লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে পাঁচ-ছয় মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

মেজর শরীফুল আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি ধারালো কিরিচ এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।