রোববার (৪ আগস্ট) দিনগত রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু। রিপন ওই উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের রাজারচর এলাকার হবি হাওলাদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার বাড়ি আসে রিপন। পরে এদিন রাতেই তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। পরে দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এমএ মোকাদ্দেস বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস