সোমবার (৫ আগস্ট) সকালে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলমগীর টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে ওই এলাকায় সড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস