ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) সকালে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলমগীর টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় সড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।