ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শারমিন আরা শাপলা।

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শারমিন আরা শাপলা (২৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃত শাপলার গ্রামের বাড়ি জয়পুরহাটে।

রোববার (৪ আগস্ট) দুপুরে হাসপাতলে তিনি ভর্তি হন। তার অবস্থা তখন থেকেই খুব খারাপ ছিল।

পরিচালক আরও বলেন, শাপলা আট মাসের অন্তঃসত্ত্বা। শ্বাসকষ্টের সঙ্গে তার প্লাটিলেটের অবস্থাও খুব খারাপ ছিল। প্লাটিলেট কম ছিল। তার প্লাটিলেট কোনোভাবেই বাড়ানো যাচ্ছিল না। পরে শাপলা হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যায়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।