পঞ্চগড়: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে ট্রেনের ঈদ ফিরতি আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিক্রির প্রথমদিনে দেওয়া হচ্ছে ১৪ আগস্টের (বুধবার) ফিরতি যাত্রার টিকিট।
পালাক্রমে আগামী ৭, ৮, ৯, ১৫,১৬, ১৭ ও ১৮ আগস্টের অগ্রিম ফিরতি টিকিটও দেওয়া হবে।
পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, টিকিট কালোবাজারি রোধে সজাগ রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।