রোববার (৪ আগস্ট) রাতে উপজেলার লাহারকান্দি গ্রামের এলাহী বক্স বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মিনহাজ ওই বাড়ির মামুন হোসেনের ছেলে।
শিশু মিনহাজের স্বজনরা জানায়, রাতে টিনসেট ঘরে শিশু মিনহাজকে নিয়ে রাজমিস্ত্রি মামুন ও তার স্ত্রী কোহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘুম ভাঙলে তারা দেখতে পান ছেলে মিনহাজ পাশে নেই এবং ঘরের দরজা খোলা। একই সময় শিশুর মায়ের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় কে বা কারা। পরে ওই মোবাইল নম্বর থেকে শিশুর বাবা মামুনের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা।
শিশুর বাবা মামুন বলেন, কে বা কারা আমার শিশু ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। একই সময় আমার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা। ওই মোবাইল নম্বর থেকে আমার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তবে তাদের পরিচয় দেয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনা আমরা গুরুত্ব দিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআর/আরআইএস/