ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্লেনে এলো ডিএসসিসির মশার ওষুধের নমুনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
প্লেনে এলো ডিএসসিসির মশার ওষুধের নমুনা ছিটানো হচ্ছে মশা নিধনের ওষুধ/ফাইল ফটো

ঢাকা: এমিরেটসের একটি ফ্লাইটযোগে ঢাকায় এসে পৌঁছেছে বহুল প্রতীক্ষিত মশা নিধনের ওষুধের নমুনা।

প্রথম দফায় সোমবার (৫ আগস্ট) ঢাকায় যে নমুনাটি এসে পৌঁছেছে সেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বলে জানা যায়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বাংলানিউজকে এ তথ্য জানান।

এবছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করায় মশা ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিভিন্ন ল্যাব পরীক্ষায় প্রমাণ হয় ছিটানো ওষুধের কোনো কার্যকারিতা নেই। হাইকোর্টও কে জরুরিভিত্তিতে ওষুধ আনা হবে না তা জানতে চান দুই সিটির কাছে। নতুন ওষুধের নমুনা আনায় দীর্ঘ সময় লাগবে বলেও জানানো হচ্ছিল। এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

এসব আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা দক্ষিণের জন্য মশা নিধনের ওষুধের নমুনা এলো।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।