ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুর-হাইমচরে নদীভাঙন রক্ষায় ১১শ’ কোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
চাঁদপুর-হাইমচরে নদীভাঙন রক্ষায় ১১শ’ কোটি টাকার প্রকল্প

চাঁদপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, যেকোনো মূল্যে মেঘনার ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় চাঁদপুর ও হাইমচর উপজেলায় স্থায়ীভাবে ভাঙন রক্ষার্থে ১১শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। একনেকে এ প্রকল্প পাস হওয়ার পরেই চলতি বছরের মধ্যেই কাজ শুরু করা হবে।

সোমবার  (৫ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, ১১শ’ কোটি টাকায় যদি প্রকল্প বাস্তবায়ন করতে সমস্যা হয়, প্রয়োজনে ১৫শ’ কোটি টাকা ব্যয় করা হবে।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজটি যেন সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। এসময় ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডেল টিন ও নগদ ছয় হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন এনামুল হক শামীম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা প্রশাসক (ডিসি) ভারপ্রাপ্ত শওকত ওসমান।

এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী ডিজাইন মোতাহার হোসেন ও প্রধান প্রকৌশলী কুমিল্লা অঞ্চলের জহির উদ্দিনসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।