সোমবার (৫ আগস্ট) রাজধানীর কাওরান বাজার থেকে ডেঙ্গু রোধে জনসচেতনতায় এ প্রচারণা শুরু হয়।
এ দিন জনসচেতনামূলক প্রচারণা চালানো হয় কাওরান বাজার, পান্থপথ সিগন্যাল, মোহাম্মদপুর টাউন হল ও বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে।
প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উওর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী বলেন, ঢাকা উত্তরের অঞ্চল-৫ থেকে ডাক্তারদের নিয়ে আজ শুরু করলাম ডেঙ্গু রোধে জনসচেতনতামূলক প্রচারণা। ওয়ার্ড ও অঞ্চলভিত্তিক ডেঙ্গু রোধে সচেতনতামূলক এ প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে। সব জ্বর কিন্তু ডেঙ্গু জ্বর নয়। ডেঙ্গু জ্বর সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এ প্রচারণা অভিযানে ডাক্তাররা মাইক হাতে ডেঙ্গু রোগ সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করবেন। ডেঙ্গু রোগ হলে আতঙ্কিত না হয়ে কী করতে হবে, কী ধরনের ওষুধ বা সেবা নিতে হবে সে সম্পর্কে ডাক্তাররা জানাবেন। ডেঙ্গু সচেতনামূলক অভিযানে পর্যায়ক্রমে ডাক্তাররা অংশ নেবেন।
মেয়র আরও বলেন, এডিস মশা নিধনের জন্য ফগিং করা হচ্ছে। অনেকে না জেনে দিনের বেলা ডেঙ্গু নিধনের জন্য ফগিং করছে। এতে কোনো কাজেই আসছে না। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশা নিধনের উত্তম সময় হল সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত।
ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির জনসচেতনতামূলক এ প্রচারণায় বলেন, দেশজুড়ে এখন আতঙ্কের নাম ডেঙ্গু। দীর্ঘদিন ধরে আমাদের দেশে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু এবছর আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। শুধুমাত্র বাংলাদেশ নয় আমেরিকা, জাপান, ফিলিপাইন, কম্বোডিয়া, বার্মা আশেপাশের অনেক দেশে এ রোগ হচ্ছে। বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। সিটি করপোরেশন মেয়ররা পদক্ষেপ নিয়েছেন। আমরা ডাক্তাররাও ভূমিকা রাখছি।
তিনি আরও বলেন, আমাদের খেয়াল রাখতে হবে, এডিস মশা যেন বংশবিস্তার করতে না পারে। এজন্য আমাদের বাড়ি-ঘর পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে আমরা যত কিছুই করি না কেন কোনো কাজ হবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বিভিন্ন ধরনের ডিব্যা, ডাবের খোসায় জমে থাকা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এডিস মশা। আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে আমাদেরকে এডিস মশা আক্রান্ত করতে পারবে না। ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাহলে প্রথম দু’দিন ঝুঁকিমুক্ত। এ দু’দিন রোগী বাসায় থাকলে কোনো সমস্যা নেই। তৃতীয় দিন থেকে অবজারভেশনে থাকতে হবে। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেন।
প্রচারণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান, ঢাকা শিশু হাসপাতালের আরওএম ডা. আমজাদ হোসেন, ডা. শাকিল চৌধুরি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমআই/এইচএডি