ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টংগিবাড়িতে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
টংগিবাড়িতে ভাতিজার হাতে চাচা খুন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলায় কাদির মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ভাতিজা মোতালেবের বিরুদ্ধে। 

সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচগাঁও বাজারে কাদির মোল্লার ভাতিজা মোতালেবের সঙ্গে তার সাবেক স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল।

একপর্যায়ে কাদির মোল্লা তাদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধানের কথা বলেন। এতে মোতালেব ক্ষিপ্ত হয়ে নিকটস্থ মুরগির দোকান থেকে ছুরি নিয়ে কাদির মোল্লার গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।  

টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।