এরমধ্যে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিরাহীমপুরে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আয়োজন করেছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর দরগা শরিফে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের।
বাংলাদেশ নৌবাহিনী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মোংলা ও খুলনায় বিভিন্ন নৌঘাঁটিতে যথাযথ মর্যাদায় পালন করবে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনে মেনর পার্কের রয়েল রিজেন্সিতে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের দেশব্যাপী শতাধিক শাখা মরহুমের জন্য বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে। মাহবুব আলী খান স্মৃতি পরিষদের আয়োজনে পবিত্র মক্কা শরিফে বিশেষ মোনাজাত করা হবে।
মঙ্গলবার বাদ মাগরিব রাজধানীর ধানমণ্ডিতে তার বাসভবন মাহবুব ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বুধবার বাদ জোহর ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে।
মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএইচ/এইচএ/