ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে অটোরিকশাচালক হত্যার ঘটনায় আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
গফরগাঁওয়ে অটোরিকশাচালক হত্যার ঘটনায় আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শিউলী আক্তার (২৬) ও শফিকুল ইসলাম (৩২) নামে দুই আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ আগস্ট) রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, রোববার (৪ আগস্ট) রাতে পাগলা থানা এলাকা ও গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই আসামিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।

গত ২৬ জুলাই গফরগাঁওয়ের পাগলা থানার চাকুয়া গ্রামে অটোরিকশাচালক সুজন মিয়াকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় আসামিরা।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।