সোমবার (৫ আগস্ট) রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, রোববার (৪ আগস্ট) রাতে পাগলা থানা এলাকা ও গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই আসামিকে আটক করা হয়।
গত ২৬ জুলাই গফরগাঁওয়ের পাগলা থানার চাকুয়া গ্রামে অটোরিকশাচালক সুজন মিয়াকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় আসামিরা।
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএএএম/এইচএ/