ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কিচেনে তেলাপোকা, নোয়াখালীতে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
কিচেনে তেলাপোকা, নোয়াখালীতে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

নোয়াখালী: কিচেন রুমে তেলাপোকার দৌড়াদৌড়ি, ফ্রিজে বাসিপণ্য রাখা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে নোয়াখালীর মাইজদীতে নোয়াখালী সুপার মার্কেটে চারটি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও সুধারাম থানা পুলিশ।

 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। এ সময় খাবার হোটেলগুলোর কিচেন পরীক্ষা করে দেখা যায়, খাবার পণ্যে নিষিদ্ধ টেস্টি সল্ট, ঘন লবণ, অনুমোদিত নয় এমন পণ্য ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে কাঁচা ও বাসিপণ্য একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। এসময় কিচেন রুমে তেলাপোকা দৌঁড়াতে দেখা যায়।  

এসব অপরাধে হ্যাং আউট চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, ফুড ফিয়েস্তাকে ৪৫ হাজার টাকা, বেলকোনি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, বার্বাজুল রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বাংলানিউজকে জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।