ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মাসেতু নিয়ে গুজব রটানোয় গাইবান্ধায় এনজিওকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
পদ্মাসেতু নিয়ে গুজব রটানোয় গাইবান্ধায় এনজিওকর্মী আটক

গাইবান্ধা: পদ্মা সেতু নির্মাণ ঘিরে গুজব রটনার অভিযোগে আশিকুর রহমান রাসেল (২৬) নামে এক এনজিওকর্মীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী বাজারের ‘বুলবুল মিয়ার খাবার হোটেল’ থেকে তাকে আটক করা হয়।

গাইবান্ধা সদরের মধ্য ফলিয়া গ্রামের আ. রশিদের ছেলে রাসেল স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রে (গাক) উন্নয়ন সহযোগী হিসেবে কর্মরত।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস বাংলানিউজকে জানান, রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে মর্মে গুজব ছড়িয়ে আসছিল। পরে রোববার বিকেলে ওই হোটেল থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।