ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে ২ জনের মৃত্যু

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনেই মারা যান।

মৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা মনোয়ারা বেগম (৭৫) ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে রবিউল ইসলাম।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত শনিবার (৩ আগস্ট) মনোয়ারাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

অপরদিকে, গত ৩০ জুলাই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় রবিউল ইসলাম (১৭)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ আগষ্ট) ভোর ৬টায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।