মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা ডিজিটাল আধুনিক বাংলাদেশের কথা বলছি, তার সাথে সামঞ্জস্য রেখে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে চাই। আমরা চাই, বাংলাদেশে শিক্ষার গুণগতমানের বিকাশ ঘটুক। শিক্ষারমান বৃদ্ধির বিষয়টিকে সাময়িকভাবে দেখলে চলবে না। এজন্য স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্মের খাপ খাওয়ানোর মতো পরিবেশ সৃষ্টি করা সবার দায়িত্ব। তবে, সেটি সরকারেরই বেশি। শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের জন্য গৌরবের। কিন্তু, শিক্ষার গুণগত মান অবনমনের দিকে যাচ্ছে, এতে সন্দেহ নেই।
মানববন্ধনে ১২টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- শিক্ষার কৌশল নির্ধারণ করা; সে কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট ও সময়োপযোগী অবকাঠামো নির্মাণ; সমাজ, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে যেকোনো ধরনের অসঙ্গতি নিয়ে তরুণ সমাজ যাতে নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ ও প্রতিবাদ করার আইনি অধিকার চর্চা করতে পারে, তা নিশ্চিত করা; টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা; শিক্ষার গুণগত পরিবর্তন ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রয়োজনীয় কারিকুলাম ও জনবলসহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ; বিশ্ববিদ্যালয় ও শিল্প গবেষণা কেন্দ্র স্থাপনে কার্যকর পদক্ষেপ নেওয়া; সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের পাশাপাশি আইনি সহায়তা, গুণগত শিক্ষা বিকাশে গবেষণা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা; তরুণ উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা; যুব উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করা, সরকারি-বেসরকারি সব চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
এসকেবি/একে