মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল ৯টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, জাহিদুলের বাড়িতে সংযোগ দেওয়া পিডিবির একটি তার রাস্তার ধারে গাছের সঙ্গে ঝুলে ছিল। এটি বিপদজনক জেনেও সকালে জাহিদুল ওই গাছের ডালটি কাটতে যান। তখন ডালটি না কেটে ঝুলে থাকা তারটি কেটে মাটিতে পড়ে গেলে জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এনটি