মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক ফলসাটিয়া এলাকার মৃত আব্দুর জলিল মিয়ার ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে বলেন, আব্দুর রাজ্জাক পেশায় একজন গরু ব্যবসায়ী। গরু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ঢাকামুখী বিআরটিসি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এনটি