ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরো দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরো দুইজনের মৃত্যু মশার ছবি

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো দু্ইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা মেডিক্যালে ১৭ জন মারা গেলেন।

নিহতদের নাম- আমজাদ হোসেন, বয়স ৫২ ও হাবিবুর রহমান, বয়স ২১। মঙ্গলবার (০৬ আগস্ট) ভোর ও দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থার তাদের মৃত্যু হয়।

এর আগে একইদিন ভোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ঢামেকে ২৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। যা গত দুইদিনের চেয়ে বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট ৬৮০ জন ভর্তি রয়েছেন।  

ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন তারা আরো রোগে আক্রান্ত থাকেন। ফলে তাদের শারীরিক সমস্যা বেশি থেকে যায়, বলেন সহকারী পরিচালক।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।