ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

যশোর: যশোরে সদর উপজেলায় বজ্রপাতে শাহীন হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহীন ওই গ্রামের মসিউর রহমানের ছেলে।

যশোর দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে জমিতে পানি দেওয়ার জন্য নলকূপে চালাতে মাঠে যান শাহীন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।