মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গা নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুজ্জামান জানান, গ্রামে নিজের পানের বরজে অন্যদের সঙ্গে কাজ করছিলেন আবুল হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে মেঘ জমে এবং বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান। এর আগে বাগমারা থানা পুলিশকেও ঘটনাটি জানানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, আবুল হোসেন নিজ গ্রামের পান বরজে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। বজ্রপাতে তার দেহ ঝলসে গিয়েছিল।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএস/আরবি/