ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
না’গঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় হাসিবা আক্তার রিতা (২৪) নামে এক নারীর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর শুভকরদী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসিবা আক্তার রিতা শুভকরদী এলাকার প্রবাসী স্বপনের স্ত্রী।

বন্দর থানার উপ-পরিদশক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে জানান, রিতা নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।