মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর শুভকরদী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসিবা আক্তার রিতা শুভকরদী এলাকার প্রবাসী স্বপনের স্ত্রী।
বন্দর থানার উপ-পরিদশক (এসআই) হামিদুর রহমান বাংলানিউজকে জানান, রিতা নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ওএইচ/