মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে প্রধান অতিথি হিসেবে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
এতে সভাপতিত্ব করেন বিআরটিসি দিনাজপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জুলফিকার আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মাহফুজুল আলম, দিনাজপুর বাস মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, বিআরটিসি দিনাজপুর ডিপোর শ্রমিক কর্মচারী লীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনাজপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জুলফিকার আলী বাংলানিউজকে জানান, বিআরটিসির দু’টি এসি বাস দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে বিরল হয়ে ঢাকা মতিঝিল যাতায়াত করবে। এসি বাসে ৪৫টি আসন রয়েছে। বাস প্রতিদিন রাত ৮টায় ঢাকার উদ্দেশে সেতাবগঞ্জ ছেড়ে যাবে। আবার ঢাকা থেকেও রাত ৮টায় দিনাজপুরে আসবে।
উদ্বোধনের পর মোনাজাত শেষে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ বাসে চড়ে শহর প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ