ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারীতে ভটভটি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ভূরুঙ্গামারীতে ভটভটি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ দুঘর্টনা কবলিত অটোরিকশা (ইনসেটে নিহত আমীর)। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমীর হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ভটভটি শিমুলতলা মোড়ে এসে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী আমীর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমীর ভূরুঙ্গামারী উপজেলার রাঙ্গাবালীর পাঠ এলাকার  বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বাংলনিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ভটভটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।