জানা গেছে, মঙ্গলবার ক্লাসে উপস্থিত না হলে অন্য সহপাঠীরা মৌকে ডাকতে তার রুমে যায়। এ সময় ছাত্রীনিবাসের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌকে দেখে তারা।
পরে কলেজ থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ মার্গারেট সরজিনি বিশ্বাস জানান, মৌ খুবই মেধাবী ছিল। গত দু’দিন থেকে সে ক্লাসে অনুপস্থিত ছিল। এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএ