মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে পাউবো’র ৫৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে রেখে স্থাপনা তৈরি করেছিলেন স্থানীয় আজিম মাতুব্বর। অভিযানে দু’টি আধাপাকা ও টিনের ঘর ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধ দখলে থাকা স্থাপনাগুলো ভেঙে দিয়ে পাউবো’র অধীনে থাকা ওই সরকারি জমিতে নিশান উড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ আইন শৃঙ্খলারক্ষকারী বাহিনীর সদস্য, ব্যাটালিয়ন আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএ