ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাবিতে মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ‘বন্ধন’। 

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে সংগঠনের সদস্যরা এ দাবি জানান।  

এছাড়াও সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি মাদকবিরোধী সেল গঠনের দাবি জানান।

যেখানে মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে সভা, সেমিনার এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, মাদক প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকর। প্রায়ই ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পাসের কোথাও কাউকে মাদক সেবন করতে দেখলে তৎক্ষণাত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।  

সংগঠনের সদস্যরা বলেন, জাতিসংঘ একটি জরিপে দেখিয়েছে, বাংলাদেশের শতকরা ৬৮ ভাগ তরুণ মাদকাসক্ত। বিষয়টি আমাদের জন্য উদ্বেগের। তরুণরাই আগামীর ভবিষ্যৎ। আর এই তরুণরাই যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে দেশ এগুবে কী করে? 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই তরুণ। কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাত্রাতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু হয়েছে। প্রায়ই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বহিরাগতদের মাদক নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে হবে।

বন্ধনের সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মুশফিকা তাসলিম, সদস্য মাসুদ হাসান, রাশেদ কবির, তানভীর খন্দকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আলী, জীবন রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।