ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

পাবনা (ঈশ্বরদী): বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেলো ঋশিতা খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর। গরু বোঝায় ইঞ্জিনচালিত নসিমনের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় ওই শিশু।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে পৌনে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর  ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের শাখা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের দিনমজুর রাশেদুল ইসলামের মেয়ে।

সে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় পল্লি চিকিৎসক তফিজুল ইসলাম খাঁন বাংলানিউজকে জানান, পারিবারির সমস্যার কারণে তার বাবা-মা আলাদা থাকে। শিশুটি তার বাবার বাড়িতে থাকতো। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ঋশিতা। এসময় অবস্থা বেগতিক দেখে নসিমন চালক দ্রুত সটকে পড়েন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, আমরা নাটোর-পাবনা মহাসড়কে টহল দেওয়ার কারণে ট্রলিটি আটক করতে পারেনি। এ ব্যাপারে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।