মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বড়হরিশপুর পাওয়ার গ্রিড অফিসের মেইন গেটের সামনে ও দিঘাপাতিয়া কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদকবিক্রেতারা হলেন- সদর উপজেলার বড়হরিশপুর এলাকার মো. মনিরুল ইসলাম সবুজ (২৫), মো. ফারুক আহম্মেদ (৩৫), দিঘাপতিয়া এলাকার মো. আবু জায়েদ (৩৫) ও আবু তালহা (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এই দুই এলাকায় মাদক কেনা-বেচা চলছে। এ অবস্থায় দুপুরে দুইটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. মনিরুল ইসলাম সবুজ ও মো. ফারুক আহম্মেদকে বড়হরিশপুর পাওয়ার গ্রিড অফিসের মেইন গেটের সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ এবং মো. আবু জায়েদ ও আবু তালহাকে দিঘাপাতিয়া কলেজপাড়া থেকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএ