ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার মিয়ানমারের মানচিত্র

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সবশেষ প্রতিবেদন  প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

মঙ্গলবার (৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়।

গত ৫ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীর মালিকানায় থাকা ১২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সব দেশের সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

 

জাতিসংঘের এ কমিটির মতে, মিয়ানমার সেনাবাহিনীর এসব প্রতিষ্ঠানের মুনাফার জন্য তাদের সরকারের প্রতি কোনো ধরনের জবাবদিহিতা নেই। এ কারণে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা রাখাইন, কোচিন ও শান প্রদেশে মানবাধিকার লঙ্ঘনেরও ঘটনা ঘটছে।

তবে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনে সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট। সে কারণে রাখাইনের ঘটনায় সরকার থেকে স্বাধীন কমিশন গঠনও করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।