নিহতরা হলেন- সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার আরমান বেপারী (১৩) ও মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার জোসনা রানী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমির হোসেনের ঘরে বৈদ্যুতিক মিটারের একটি তার টিনের বেড়ার সঙ্গে লেগে ছিল।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার জোসনা রাণী তার ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে সুইচে চাপ দিলে বিদ্যুতায়িত হন। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে সদর উপজেলায় দু’টি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ও গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
আরএ