ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোহসিনা নামে আরো এক যাত্রী। 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার শিমুলতলী ও কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল গফুর (৭০) ও পাঁচবিবি উপজেলার শাল গ্রামের আব্দুল বারীক (৫৫)।

আহত মোহসিনা বিবি পাঁচবিবি উপজেলার ডুগডুগি গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে জয়পুরহাট-ধামইরহাট সড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে একজন মারা যান। প্রায় একই সময়ে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল বারিক নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন।

আহত মোহসিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।