মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ এডিটর আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য সামসুদ্দিন আহমেদ চারু এবং দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ