ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতাদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতারা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ এডিটর আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য সামসুদ্দিন আহমেদ চারু এবং দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।