তিনি বলেছেন, কারো ঘরের কাছে বা ঘরে কোথাও যদি পানি জমা থাকে এবং সেখানে মশার লার্ভা তৈরি হয়, তবে তাদের জরিমানা করা হবে।
লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকা নয়, পুরো দেশেই একটা পরিচ্ছন্নতা অভিযান দরকার।
তিনি বলেন, কারো ঘরের কাছে বা ঘরের কোথাও যদি পানি জমা থাকে এবং সেখানে মশার লার্ভা তৈরি হয়, তবে তাদের জরিমানা করা হবে।
শেখ হাসিনা বলেন, ধরেন আপনার দরজার কাছে বা যেটা আপনার আওতায় সেখানে যদি ওই ধরনের পানি জমে থাকে, তাহলে আপনার একটা দায়িত্ব থাকবে যে, তার জন্য ব্যবস্থা নেওয়া, যাতে পানিটা জমে না থাকে।
প্রধানমন্ত্রী বলেন, যেখানেই পরিষ্কার পানি পাচ্ছে, সেখানেই ডেঙ্গুর লার্ভা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বা সব জায়গায় তো সিটি করপোরেশেন যেতে পারবে না। সরকারও যেতে পারবে না। কিন্তু জনসচেতনতাটা এখানে সব থেকে বেশি প্রয়োজন।
‘কাজেই মানুষ যদি আগামীর জন্য সবসময় এভাবে প্রস্তুত থাকে, তাহলে এটা ব্যাপকহারে দেখা দেবে না। ’
তিনি বলেন, একটু উচ্চবিত্তরা যেসব জায়গায় বাস করে, সেইসব জায়গাগুলোতেই এর প্রকোপ বেশি। আমাদের সবসময় লক্ষ্য থাকে বস্তি এলাকা, ড্রেন এসবের দিকে।
ডেঙ্গু মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যমে ডেঙ্গু বিষয়ক খবর অনেক বেশি প্রকাশিত হচ্ছে এবং এর ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, আর সেটাই সমস্যা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুধু সিটি করপোরেশনকে দোষ না দিয়ে সব মানুষকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
মশার ওষুধ কেনায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, মশার ওষুধ কেনার ব্যাপারে টেন্ডার করা হয়। যারা টেন্ডারে উপযুক্ত হয়, তারা কিনে নিয়ে আসে এবং সেগুলো ব্যবহারও হয়। তবে কোন ওষুধ এডিস মশার ওপরে কাজ করে, সেই ব্যাপারে বিভক্তিকরণ করা হয়নি বা সেই ধরনের সতর্কতা ছিল না।
আরও পড়ুন>>>‘নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যু নিয়ে অপপ্রচার হচ্ছে’
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমইউএম/এসএ