মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে দেওয়া ঘোষণায় এটি জানানো হয়।
ঘোষণায় আরও জানানো হয়, চেয়ারপারসনের পদ ছেড়ে এমিরেটাস পদে অধিষ্ঠিত হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ।
স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেরও চেয়ারপারসন ছিলেন। ৮৩ বছর বয়সি এ মানুষটির কর্ম দক্ষতায় ব্র্যাক এখন বিশ্বের ‘সর্ববৃহৎ’ এনজিও হিসেবে স্বীকৃত।
স্যার ফজলে হাসান আবেদের হাত ধরেই ১৯৭২ সালে যাত্রা শুরু হয় ব্র্যাকের। এরপর এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্র্যাক ইন্টান্যাশনাল নামে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংস্থাটি।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘন্টা, আগস্ট ০৭, ২০১৯
ইএআর/এসএ