ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

অবসরে স্যার ফজলে হাসান আবেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
অবসরে স্যার ফজলে হাসান আবেদ

ঢাকা: বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের চেয়ারপারসনের পদ থেকে এবার অবসরে গেলেন স্যার ফজলে হাসান আবেদ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে দেওয়া ঘোষণায় এটি জানানো হয়।

ঘোষণায় আরও জানানো হয়, চেয়ারপারসনের পদ ছেড়ে এমিরেটাস পদে অধিষ্ঠিত হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ।

আর ব্র্যাকের পরিচালনা পর্ষদে আসছেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেরও চেয়ারপারসন ছিলেন। ৮৩ বছর বয়সি এ মানুষটির কর্ম দক্ষতায় ব্র্যাক এখন বিশ্বের ‘সর্ববৃহৎ’ এনজিও হিসেবে স্বীকৃত।

স্যার ফজলে হাসান আবেদের হাত ধরেই ১৯৭২ সালে যাত্রা শুরু হয় ব্র্যাকের। এরপর এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্র্যাক ইন্টান্যাশনাল নামে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘন্টা, আগস্ট ০৭, ২০১৯
ইএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।