ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা: খুলনায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ পলাশ তালুকদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ আগস্ট) রাত ৯টায় মহানগরীর গোবরচাকা ভাজাবাড়ির গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিতিত্তে গোবরচাকা ভাজাবাড়ির গলি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি পলাশকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম এর একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পলাশ ওই এলাকার সুলতান তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে দু’টি মাদক মামলা ও কুপিয়ে একজনকে গুরুতর আহত করার ঘটনায় একটি মামলা রয়েছে। পলাশে বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।